প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০১:২৩ প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর মিলোনিয়াম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয়-স্বজন কর্তৃক হাসপাতালের ডাক্তার নার্স স্টাফদের উপর হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রামগঞ্জ প্রাইভেট হসপিটাল ,ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের উদ্যোগে কর্মক্ষেত্রে নিরাপত্তা দাবি করে আজ শনিবার রামগঞ্জ পৌরসভার গেইটে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ হাসপাতাল এন্ড ডায়গনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে ও মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী মোহাম্মদ বাবর চৌধুরী, মোঃ ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোন ভুল করে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা যায়, কিন্তু তারা তা না করে প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট ভাঙচুর করে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।তারা আরো বলেন প্রশাসন যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে রামগঞ্জ সহ সারা দেশে প্রাইভেট হাসপাতালগুলো তাদের সেবা বন্ধ করে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ হাশেম পাটোয়ারী মোঃ মামুন হাওলাদার, ফয়সাল আহমেদ সুমন, শাহ আলম সুমন, মিজানুর রহমান জীবন, ফারুক পাঠান,মানিক বাবুসহ প্রমুখ।