মো আবীর হাসান, সাভার উপজেলা প্রতিনিধি: গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় শ্রমিক মহলে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়েছে। নির্বাচনে হুমায়ুন কবীর খান সাধারণ সম্পাদক, দেওয়ান জসিম উদ্দিন যুগ্ম সম্পাদক এবং আফজাল হোসেন সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিবহন শ্রমিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জানিয়েছেন, নতুন কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সমস্যা সমাধান, কর্মসংস্থানের উন্নয়ন এবং পরিবহন খাতকে আধুনিকায়নের জন্য কাজ করবে বলে তারা বিশ্বাস করেন। নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বিশেষ করে হুমায়ুন কবীর খান দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত থেকে শ্রমিক স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে বলে সাধারণ শ্রমিকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অন্যদিকে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত দেওয়ান জসিম উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনও শ্রমিক সমাজে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে তাঁদের সরব ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান, যুগ্ম সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি তারা প্রত্যাশা করেন, তাঁদের নেতৃত্বে গাজীপুর জেলার পরিবহন শ্রমিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং ফেডারেশন একটি আধুনিক ও কল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে উঠবে।
গাজীপুর জুড়ে নির্বাচনের এই ফলাফলকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শ্রমিকরা নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে আগামী দিনে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।