প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৪১:০০ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মসজিদের জমিদাতা আব্দুল হালিম, মুসল্লি আবু তালেব, মো. মোফাজ্জল, সারজিদ মিয়া ও আবুল হাছান। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের বর্তমান ইমাম আবুল খায়ের গত ৩৭ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তবে নতুন কমিটি গঠনের পর ইমাম পরিবর্তন নিয়ে বিরোধ দেখা দেয়। কমিটির কয়েকজন সদস্য আনোয়ারুল হক নামে একজনকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দিলে গ্রামবাসীর একাংশের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার যাচাই-বাছাই করে পুরনো ইমাম আবুল খায়েরকে দায়িত্ব পালনের অনুমতি দেন।
এ অবস্থায় শুক্রবার জুমার নামাজ শেষে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষ শুরু হলে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।