প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ
মো. রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকাল ১০টায় নেত্রকোনা জেলা পাবলিক হলে দুর্নীতিবিরোধী এক গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী।
সভাপতি ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সরাসরি দুর্নীতির অভিযোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন, এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
> “দুর্নীতি দমন শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে তরুণ সমাজ যদি সচেতন হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব।”
তিনি আরও জানান, দুর্নীতি প্রতিরোধে দুদক নিয়মিতভাবে গণশুনানি, সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘সততা সংঘ’ পরিচালনা করছে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন—
> “এই ধরনের গণশুনানি শুধু অভিযোগ জানানোর সুযোগ নয়, বরং এটি প্রশাসন ও জনগণের মধ্যে স্বচ্ছতা ও আস্থার সেতুবন্ধন তৈরি করে।”
গণশুনানিতে কয়েকটি স্থানীয় দুর্নীতির অভিযোগ সরাসরি উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সেগুলোর ব্যাখ্যা প্রদান করেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।