প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২১:১৬ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ এসপিপিএম বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১ ও ২ জানুয়ারি ২০২৬ তারিখে একটি বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই ঐতিহাসিক আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। *রেজিস্ট্রেশন ছাড়া কেউ প্রোগ্রামে অংশ নিতে পারবে না।* তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে।
এছাড়া, “সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ” আয়োজিত স্মারক প্রকাশনার জন্য লেখা আহ্বান করা হয়েছে। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা স্মৃতিচারণমূলক লেখা, কবিতা, ছোট গল্প, শিক্ষাজীবনের অভিজ্ঞতা বা “আপনার চোখে এসপিপিএম” বিষয়ক লেখা পাঠাতে পারেন।
*লেখা পাঠানোর শেষ সময়:* ১৫ সেপ্টেম্বর ২০২৫ *ইমেইল ঠিকানা: *kawsar_sylhet@hotmail.com
নির্বাচিত লেখা সুবর্ণজয়ন্তীর স্মারক গ্রন্থে প্রকাশিত হবে।
*অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন:* প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
*আসুন, সকলে মিলে রেজিস্ট্রেশন ও লেখা জমা দিয়ে এসপিপিএম-এর ৫০ বছরের মিলনমেলাকে স্মরণীয় করে তুলি। এটি শুধুই একটি সোনালি অধ্যায়!*