প্রশাসন

পাইকগাছায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২৪:১৫ প্রিন্ট সংস্করণ

জালাল উদ্দিন, পাইকগাছা উপজেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আসামির নাম বাবলু সরদার ওরফে বাবু (পিতা মৃত গোলাপ সরদার)। তিনি সিআর মামলার পরোয়ানাভুক্ত তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি (মামলা নং-সিআর ১৯৫/২০)।

পাইকগাছা থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় এসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাবলু সরদারকে তার বাড়ি থেকে আটক করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, আটক সাজাপ্রাপ্ত আসামিকে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content