প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৯:৪২ প্রিন্ট সংস্করণ
তাসদিত হায়দার সাজিদ, বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএইচপি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভাটি জন সমুদ্রে পরিণত করেন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরামে সাংগঠনিক সম্পাদক, গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জনাব এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ।উক্ত আলোচনা সভার সভাপতি তো করেন বরিশাল জেলা উত্তর কিশোর দলের সদস্য সচিব মোহাম্মদ সেলিম সরদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন , মৎস্যজীবী দলের সভাপতি আল আমিন আকন,রাজিহার ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম ফকির ও উপজেলা যুবদল নেতা সান্টু মোল্লা সহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।