শিক্ষা ও ক্যাম্পাস

বেশরগাতি এতিমখানায় তিন শিক্ষার্থী কে কুরআনের ছবক প্রদান

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৫৮:১৬ প্রিন্ট সংস্করণ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: লতিফ মাস্টার ফাউন্ডেশনের আওতাধীন স্বপ্ননীড়-বেশরগাতি এতিমখানা ও বৃদ্ধনিবাসে আজ তিনজন শিক্ষার্থী—মো: শামীম শেখ (ষষ্ঠ শ্রেণি), ইসমাঈল শেখ (তৃতীয় শ্রেণি) এবং নূর মোহাম্মদ (দ্বিতীয় শ্রেণি( কে মহাগ্রন্থ আল-কোরআনের ছবক প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন প্রদান ও মিষ্টি বিতরণ করেন জনাব মো: আমিনুর রহমান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রেরণা বৃদ্ধির জন্য প্রত্যেককে একটি করে পাঞ্জাবী উপহার দেন জনাব মো: মিফতা উদ্দীন, জায়নামাজ ও টুপি প্রদান করেন যথাক্রমে শেখ শামীম হাসান ও তারিকুল ইসলাম।

শিক্ষার্থীরা হাফেজ মো: আমির হামজার তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াত প্রশিক্ষণ গ্রহণ করেছে।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সি.পি.এ. মো: রফিকুল ইসলাম (জগলু) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো: ফরিদুল ইসলাম (বাবলু) এবং জনাবা জহুরা জান্নাত লেখাপড়া”সহ সার্বিক বিষয় তত্বাবধান করেন।

সালমান হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট জনাব মাও: মো: নুরুল ইসলাম, কান্দাপাড়া খেলাফাত হোসেন হাফেজী মাদ্রাসার মোহতামিম জনাব হাফেজ মাওলানা মোঃ গোলাম কিবরিয়’সহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content