কিশোরগ্যাং

মদনে জমি সংক্রান্ত বিরোধে ঘরবাড়ি ভাঙচুর, দোকানে লুটপাট — ৯৯৯-এ কল, থানায় মামলা

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৪:৫৮ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটি ঘটে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারঘুরিয়া গ্রামে। ভুক্তভোগী মৃত তাজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৪৪) অভিযোগে জানান, শাপলা আক্তার (৪২) নামে এক নারী নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার বাড়িতে হামলা চালায়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা ঘরে ঢুকে আসবাবপত্র, দোকানের ক্যাশ বাক্স, আলমারি ও সুকেশ ভাঙচুর করে। পরে দোকানের নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সোহেল মিয়ার অনুপস্থিতিতে তার স্ত্রী মোর্শেদা আক্তার (২৮) এবং মেয়ে শর্মিন (১১) বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়।

পরিবারটি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে মদন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।

পরদিন রাতেই সোহেল মিয়া মদন থানায় শাপলা আক্তারকে প্রধান আসামি করে মোট ৭ জনের নাম উল্লেখপূর্বক একটি লিখিত মামলা দায়ের করেন।

অভিযুক্ত শাপলা আক্তার অভিযোগ অস্বীকার করে জানান, “আমরা কোনো ভাঙচুর বা লুটপাট করিনি। জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, তবে এর বাইরে কিছু করিনি।”

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ বলেন, “৯৯৯ কল পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Author

আরও খবর

Sponsered content