প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৮ বছর বয়সী নাতি ফারুকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সরিষা ইউনিয়নের কৃষি বাজারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দাদা আব্দুল লতিফ সঙ্গে নাতি ফারুক বাজারে কেনাকাটায় যান। বাজারে আসতেই ফারুক বিস্কুট কেনার জন্য বায়না দেখায়। দাদা নাতির বায়না পূরণ করতে রাস্তা পার হয়ে একটি দোকান থেকে তাকে বিস্কুট কিনে দেন। বিস্কুট হাতে পেয়ে আনন্দে দৌঁড় দেয় ফারুক। দৌড়ানোর সময় ফারুক রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়।
স্থানীয়রা ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক সরিষা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তার বাবা-মা ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, এবং দাদা আব্দুল লতিফই তার দেখভাল করতেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, “খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতির জন্য সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঘাতক ইজিবাইক ও চালককে এখনও আটক করা যায়নি।