সারাদেশ

রামগঞ্জে পল্লী বিদ্যুতের ১১১ জনের মধ্যে ৯৯ জনই ছুটিতে

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৪০:৪৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ চারদফা দাবী আদায়ের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১১১জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৯৯জনই ছুটির দরখাস্ত দিয়ে ছুটিতে চলে গেছেন।এতে করে উপজেলার সাধারণ গ্রাহকরা পড়েছে চরম বিপাকে কোথাও বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দেখার কেউ নেই বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া পানপাড়া, আজিমপুর-করপাড়া, ভাটরা ও ভাদুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সকল কর্মচারীগণ দাবী আদায় হওয়া না পর্যন্ত কর্মস্থলে যোগ না দেয়ার জন্য রামগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম এর কাছে কেন্দ্রের মোবাইল ফোন জমা দিয়েছেন। এ ঘটনায় উক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের মেইন সংযোগ চালু বা বন্ধ করার মতোও কেউ নাই বললেই চলে।

চারদফা দাবীর প্রেক্ষিতে ছুটিতে যাওয়া কর্মচারীরা জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুইটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে। কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পূর্ণবহাল, অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন, বরখাস্তদের পূর্ণবহাল, সংযুক্তদের বরখাস্ত, লাইনম্যানদের কর্মঘন্টা নির্ধারণ, বরখাস্ত পাঁচজনকে পূর্ণবহাল ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ শাহীন রেজা ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ১১১জনের মধ্যে ৯৯জন ছুটির দরখাস্ত দিয়ে চলে গেছেন, বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের কর্মচারীগণ মোবাইল জমা দিয়ে অফিস ত্যাগ করেন। আমরা কয়েকজন নন-টেকনিক্যাল যারা রয়েছি তারা ইচ্ছা করলেও যেতে পারি না।

Author

আরও খবর

Sponsered content