প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ২৫ তম বেল্ট প্রদান ও কুংফু চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় স্থানীয় জিয়া অডিটরিয়ামে রামগঞ্জ ড্রাগণ ফাইটার কুংফু স্কুলের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম ভাট এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও মার্শাল আর্ট বিশেষজ্ঞ গ্র্যান্ড মাস্টার হাজী মোহাম্মদ ইলিয়াস কোবরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল্লাহ আশশামস, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক কে এম রহমান বাপ্পি, বাংলাদেশ কুংফু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আউয়াল।অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে লাল,কালো, নীল ও হলুদ বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম বলেন কুংফু হলো একটি শারীরিক কসরত ও আত্মরক্ষার কৌশল। এ খেলার মাধ্যমে শিশুরা তাদেরকে রক্ষা করতে শিখবে এবং মাদক থেকে দূরে থাকবে। আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব।