খেলা

সেরা সংগঠন সম্নাননা পেলেন (BSSKP)

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৫ , ৬:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: একসাথে চলবো, সুন্দর সমাজ গড়বো এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ থেকে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP)। গত ছয় বছর ধরে সমাজের উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

দেশ ও সমাজের কল্যাণে মানবিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হয় আবাম আলোকিত সংগঠন সম্মাননা ২০২৫

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের হলরুমে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী বিভাগের ৩৮টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে এবং মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সেরা সংগঠন হিসেবে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদ (BSSKP) কে সম্মাননা  প্রদান করা হয়।এসময় সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম খান মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি রাশেদুল্লাহ এবং আঞ্চলিক টিম সদস্য আকন্দ হাসান মাহমুদ।

বিএসএসকেপি কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোঃ রাজু ইসলাম বলেন, এই সম্মাননা আমাদের জন্য শুধু গর্বের নয়, বরং ভবিষ্যতে আরও বেশি মানবিক কাজে উৎসাহিত হওয়ার অনুপ্রেরণা।

বিএসএসকেপি প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক এনায়েত উল্লাহ সিয়াম বলেন, আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠি ও সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম চলমান রেখেছি। সংগঠনের এই অর্জনে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব। আবাম ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

Author

আরও খবর

Sponsered content