নিউজ অপারেটর, বার্তা বিভাগ: ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আলী মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি চক্রের হাত ধরে কিশোর সমাজের ভিতর প্রবেশ করছে মাদক নামের বিষবাষ্প।
এলাকাবাসীর দাবি, অত্র এলাকার বাসিন্দা নাম:সাহবুদ্দি (বয়স২৪);পিতা:(অজ্ঞাত)- এর হাত ধরে 'ইদানিং অত্র এলাকায় মাদক এর হাওয়া বইছে।' কুতুবপুরে স্বচ্ছ বিএনপির নামকে নষ্ট করে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে চলছে হযরত এর ভাগীনার মাদক এর রমরমা মাদক এর ব্যাবসা। আলী মেম্বারের বাড়ি হইতে মুসলিম পাড়া এমন কোন অপকর্ম নাই যে এই সাহবুদ্দি না করেন।
এছাড়া সে নিজে মাদকাসক্ত হয়ে ইভটিজিং করা, মানুষের সাথে উচ্ছৃঙ্খল ব্যবহার করা তার রোজকার কর্ম।
এলাকাবাসী জানান, সাহবুদ্দি'র রয়েছে নিজস্ব এক মাদক সেবনকারীর দল। যারা কিনা তার সহযোগী যার কারনে, এলাকাবাসী প্রতিবাদী হওয়ার আগেই তারা তাদের পেশিশক্তি তে তাদের উচ্ছৃঙ্খলার মাধ্যমে দমিয়ে রাখে।
এলাকাবাসীর দাবি, যে ভাবেই হোক তারা নিজ এলাকায় মাদকের এই হাঙ্গামা চলতে দিবে না। অতিশীঘ্রই তারা একত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।