প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৯:৪২ প্রিন্ট সংস্করণ
মোমিন আলি লস্কর ও উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় জয়নগর:-
ছাব্বিশে বিধানসভা নির্বাচন। তার আগেই ময়দানে নেমেছে সকল রাজনৈতিক দল। নিজেদের গুঁটি সাজাতে মরিয়া তারা।তবে ভোটের আগে ক্রমেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে মরিয়া শাসক দল তৃনমূল কংগ্রেস।সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসের যোগদান পর্ব চলছে। দীর্ঘ দিনের বিজেপির শক্ত ঘাঁটি জয়নগর বিধানসভার মায়াহাউড়ি পঞ্চায়েত।আজ সেই শক্ত ঘাঁটি কে তৃনমূল কংগ্রেস ছিন্নভিন্ন করে একহাজার নয়শত সমর্থক রবিবার তৃনমূলে যোগদান করলো। এদিন মায়াহাউড়ি পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জীবন মন্ডলের হাটে এক তৃনমূল কংগ্রেসের যোগদান মেলা অনুষ্ঠিত হল।এদিন যোগদান সভা সমাপ্ত করে বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস বিজেপিকে তুলোধোনা করে ।বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, আমার জন্মস্থান এই গ্ৰামে ।আগে এই গ্রাম পঞ্চায়েত ১০ বছর বিজেপির দখলে ছিল। কোনো উন্নয়ন করতে পারেনি বিজেপির প্রধান সদস্যরা। পানীয় জল, জল নিকাশি, রাস্তা তৈরিতে কাটমানির অভিযোগ করে আজ দলে দলে বিজেপি রথ্যছেড়ে তৃণমূল কংগ্রেসের ল্ল লো র্তযোগদান করছে। তিনি বলেন ধর্মীয় জুজু দেখিয়ে ভোট জেতার ম্পপরিকল্পনা মানব ব্যর্থ করবে ২৬ এর বিধানসভার নির্বাচনে। তিনি বলেন এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি এদিনের এই তৃনমূল কংগ্রেসের যোগদান ভোটের আগে শক্তি বাড়িয়ে দিলো তৃনমূল কে।বিজেপি নির্দল ও সিপিএম থেকে প্রায় এক হাজার নয়শত কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের যোগদান করল বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫৮ নম্বর বুথে বর্তমান নির্দলের সদস্যা রাখি গায়েন ও প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য পার্থ সারথি গায়েন, সিপিএমের মনিরুল মাস্টার সহ ১৬০, ১৬৬,১৬৮, ১৭০,১৭৩, নম্বর বুথ ও বিজেপির পরিচালিত মহাপ্রভু ক্লাবের সমস্ত বিজেপির সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করল। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ, কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা,কর্ণকান্তি হালদার, প্রধান আজিজুল মোল্লা সহ নেতৃবৃন্দরা। যোগদান বিষয়ে বিজেপিকে তুলোধোনা করে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, আগে এই গ্রাম পঞ্চায়েত ১০ বছর বিজেপির দখলে ছিল। কোন উন্নয়ন করতে পারেনি বিজেপির প্রধান সদস্যরা। পানীয় জল, জল নিকাশি, রাস্তা তৈরিতে কাটমানির অভিযোগ করে আজ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে। তিনি বলেন ধর্মীয় জুজু দেখিয়ে ভোটে জেতার পরিকল্পনা মানুষ ব্যর্থ করবে ২৬ এর বিধানসভা নির্বাচনে। তিনি বলেন এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি প্রাইস ৭০% যুবরা তৃণমূল কংগ্রেসের যোগদান করল আজকে।