প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৯:০১ প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এক প্রতিষ্ঠান থেকেই ২৭ জন শিক্ষার্থী সরকারী বৃত্তি লাভ করেছে।
জানা গেছে রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলা কোট ইউনিয়নের অজপাড়া গায়ে ক্যাডেট আদলে প্রতিষ্ঠিত ফরিদ আহম্মেদ ভূইয়া একাডেমি থেকে ২০২৫ইং সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৪জন পরীক্ষার্থীর মাঝে ২৭জনই সরকারি বৃত্তি লাভ করেছে।
২০১৭ইং সনে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই শতভাগ পাশের হার অর্জন করা সহ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্থান অর্জন করে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ ইং সনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ৬৪জন অংশগ্রহণ করে। ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৪২জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে।
এছাড়া ২০২৪ ইং সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয়স্থান অর্জনসহ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের পদকে ভূষিত হয় ।
২০২৫ইং সনের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২১জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ট্যালেন্টপুল সহ ৯জন, মানবিক বিভাগ থেকে ৫জন শিক্ষার্থীর মধ্যে ৫জনই ও বিজ্ঞান বিভাগের ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৩জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া উক্ত একাডেমির ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২
তাং-০৮-০৯-২৫ ইং