প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২১:৪৩ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, স্থায়ী মজুরি কমিশন গঠন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতে আইএলও কনভেনশনের আলোকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ ৯ দফা দাবিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহেও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মফিদুল আলম।
দাবিগুলোর মধ্যে রয়েছে— বন্দর-করিডর ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ, স্থায়ী কাজে অস্থায়ী/আউটসোর্সিং/ঠিকাদারি নিয়োগ পদ্ধতি বাতিল, শ্রমিক হত্যা-নিপীড়নের বিচার নিশ্চিত করা, বন্ধ কলকারখানা চালু করা ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদ, শ্রমিকদল ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলার সহ-সভাপতি মাহবুবুর রহমান বাবুল, কোষাধ্যক্ষ আব্দুর রহমান টমন, দপ্তর সম্পাদক বাবলী আকন্দ ও কার্যকরী সদস্য মোখলেছুর রহমান প্রমুখ।