মুক্তকথন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের চলতি নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি নবনির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের পর ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"
নুরুল হক নুর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন, যারা "অত্যন্ত ধৈর্য্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন।"
নুর বিশ্বাস প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে একটি নতুন দিগন্ত সূচনা করবেন—"জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত" এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণমূলক ভূমিকা পালন করবে রাজনৈতিক আদর্শ।
তিনি আরও আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি, যেন ডাকসু ও হল সংসদের নির্বাচনকে "ক্যালেন্ডারভুক্ত (বার্ষিক)" একটি একাডেমিক পাঠ্য-পরিস্থিতির অংশ হিসেবে রূপ দেওয়া হয়—যাতে "প্রতিবারই নিয়মমাফিক নির্বাচন" অনুষ্ঠিত হতে পারে।