অনুসন্ধান

কেন্দুয়ায় অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান, জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৭:০২:৪৯ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি :   নেত্রকোণার কেন্দুয়ায় মুক্ত জলাশয়ে নির্মিত অবৈধ অস্থায়ী বাঁধ উচ্ছেদ এবং জব্দকৃত মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকায় পাটেশ্বরী নদীর উপর এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈমউল ইসলাম চৌধুরী। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, কেন্দুয়া থানার এসআই জলিল, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।

 

অভিযানকালে নদীর উপর নির্মিত তিনটি বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ৭০০ মিটার মশারী জাল (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) ও ১২০০ মিটার চায়না দুয়ারী জাল (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা)। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি।”

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন বলেন, “এইসব অবৈধ জাল ও বাঁধ মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে। তাই এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Author

আরও খবর

Sponsered content