আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) গৌরীপুর উপজেলা পরিদর্শন করেছেন। উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার মান পর্যালোচনার লক্ষ্যে এ সফর করেন তিনি।
সকাল থেকে শুরু হওয়া এ সফরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনসেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি সরকারি সেবায় গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে বলেন—
“জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনকে আরও জনবান্ধব হতে হবে। প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে না পড়েন।”
পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা শোনেন এবং যথাসম্ভব তা বাস্তবায়নের আশ্বাস দেন।
জেলা প্রশাসক গৌরীপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যেমন—রাস্তা নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের কার্যক্রম, কৃষি সম্প্রসারণ এবং ডিজিটাল সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন। পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তারা ও সুধীজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ সফরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, তার এ উদ্যোগ গৌরীপুরের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।