জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন চলাকালে ছাত্রদল নেতা আটক

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৯:১৬:১৬ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক  :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক সহ-সভাপতিকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে হাফিজুর রহমান সোহান নামের ওই ছাত্রদল নেতাকে আটক করা হয়। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির পদে রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে জানতে চাইলে সোহান জানান, রাতে তিনি ক্যাম্পাসে আসেন এবং শারীরিক অসুস্থতা অনুভব করলে হলে গিয়ে শুয়ে পড়েন। তবে তিনি হলে থাকার জন্য কোনো অনুমতি নেননি বলে স্বীকার করেন।

এ ঘটনায় রবীন্দ্রনাথ হল কেন্দ্রপ্রধান ও প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান করা আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, আটক ছাত্রদল নেতাকে সিকিউরিটি গার্ডের কাছে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Authors