আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
মাদক, চোরাচালান, ছিনতাই ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাজগঞ্জ সাহেব কাচারি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এ সভার আয়োজন করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন নোমান ইবনে লতিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শীবিরুল ইসলাম। তিনি সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় স্বাগত বক্তব্য দেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ূন কবির, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে মাদক, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।