শিক্ষা ও ক্যাম্পাস

১১ দিন বন্ধ বাকৃবি, দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৩:২৯ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ১১ দিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দ্রুত খুলে দেওয়া, বহিরাগত হামলার বিচার এবং একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান সংকট নিরসনে গত ৮ সেপ্টেম্বর ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বৈঠকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উপস্থাপন করেন এবং প্রশাসন আশ্বাস দিয়েছিল রাতের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এমনকি সিন্ডিকেট মিটিংও আহ্বান করা হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা সেশনজটসহ বড় ধরনের একাডেমিক সংকটে পড়ার আশঙ্কা করছেন।

এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

Authors

আরও খবর

Sponsered content