রাজনীতি

জকিগঞ্জ-কানাইঘাটে মুফতী আবুল হাসানের বিকল্প নেই —ডা. এএ তাওসিফ

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১০:২২ প্রিন্ট সংস্করণ

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: জকিগঞ্জ-কানাইঘাটে মুফতী আবুল হাসানের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ। তিনি বলেন, রাব্বুল আলামীন আবাবিলের ন্যায় একদল ছাত্রকে দিয়ে আমাদের ঘাড় থেকে এক জগদ্দল পাথর সরিয়েছেন। কিন্তু স্বৈরশাসকের কবল থেকে মুক্তির পর এজাতিকে আবারো বিভক্ত করার এক সুগভীর ষড়যন্ত্র চলমান। এমুহূর্তে অনৈক্য জাতির জন্য কল্যাণকর নয়।’ আমাদের সচেতনতার সাথে আগামীতে চলতে হবে। খেলাফত মজলিস সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকালে কানাইঘাট উপজেলার একটি মিলনায়তনে উক্ত তৃনমুল প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সিলেট-৫ নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, জেলা শাখার উপদেষ্টা শায়খ মাওলানা নূরুল ইসলাম, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলীল, আহমদ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, কানাইঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ যাকারিয়া, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম,সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস ও দুই উপজেলার ১৮ টি ইউনিয়ন ও পৌর সভা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

খেলাফত মজলিস সিলেট-৫ আসনের তৃণমূল প্রতিনিধি সমাবেশে বক্তাবৃন্দ বলেন, সিলেটের সবচেয়ে অবহেলিত জনপদ জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন, সর্বক্ষেত্রে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন ও সংসদে ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালনের জন্য সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসানের কোন বিকল্প নেই। এ আসনে খেলাফত মজলিস অত্যন্ত সুসংহত ও জনগণের কাছে গ্রহণযোগ্য দল। সমাবেশে খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ. ও সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক রহ.’র স্মৃতিবিজড়িত এই আসনে দেয়াল ঘড়ির বিজয়ের লক্ষ্যে ময়দানে যথাযথ ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়।

Authors

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content