মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী প্রতিনিধি: দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় আদেশে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে মাত্র ২০–২৫ দিনের মধ্যেই রাজশাহী মহানগরের প্রতিটি থানা ও ৩০টি ওয়ার্ডের কমিটি সফলতার সাথে গঠন করেছে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল। অতি অল্প সময়ে এ বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজের আয়োজনে নগরীর ২৪/২৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভা রামচন্দ্রপুর বাসার রোডে অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ডের বিভিন্ন প্রার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু। অনুষ্ঠানটির আয়োজক ও সঞ্চালক ছিলেন মহানগর দপ্তর সম্পাদক সৈকত পারভেজ এবং সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পূর্বের আহ্বায়ক শাকিল আহমেদ আলী।
সভায় বক্তারা বলেন, অল্প সময়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ওয়ার্ডে ব্যাপক কর্মীসভার মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা সম্ভব হয়েছে। এখন আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—হাইব্রিড বা সুযোগসন্ধানী নেতাদের দলে স্থান না দেওয়া। বিশেষ করে যারা ৫ আগস্টের পর থেকে দলে প্রবেশের চেষ্টা করছে অথবা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, তাদের ছাঁটাই করা অত্যন্ত জরুরি।
মহানগর আহ্বায়ক মীর তারেক বলেন, “খুব দ্রুত সময়ে এতটা সফলতার সাথে কর্মীসভা সম্পন্ন করতে পারব ভাবিনি। প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের ব্যাপক সাড়া প্রমাণ করে সংগঠন কতটা শক্তিশালী।”
মহানগর সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে গঠিত এই কমিটিতে শুধু ত্যাগী নেতারাই নেতৃত্বে থাকবেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, চাঁদাবাজি বা দখলবাজির সাথে জড়িত কেউ স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান পাবে না।”
দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, “দেশ এখনো কঠিন সময় অতিক্রম করছে। বিএনপি এখনো নানা ষড়যন্ত্রের মুখে রয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে অবাধ নির্বাচন নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাটাও আমাদের মূল লক্ষ্য।”
সভা শেষে কর্মীদের শ্লোগান ও উল্লাসে মুখরিত হয় এলাকা। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল জানায়—এই অগ্রযাত্রা থেমে থাকবে না, বরং প্রতিটি ওয়ার্ড ও থানায় নতুন নেতৃত্বের মাধ্যমে আরও গতিশীল হবে সংগঠন।