দুর্ঘটনা

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৫:২৬:৩২ প্রিন্ট সংস্করণ

মো. রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে একটি স্পিডবোট উল্টে যায়। এতে তিন শিশু ও এক নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন—

শিরিন আক্তার (১৮), বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে

লায়লা (৭), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে

উষা মনি (৫), নোপায়েল মিয়ার মেয়ে

সামিয়া (১১), সামসু মিয়ার মেয়ে

এছাড়া আহত রোজিনা আক্তার (৩০), হেলিম মিয়ার স্ত্রী, বর্তমানে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রার আগে ভাড়ায় আনা স্পিডবোটে বরযাত্রী দলের ১৫ জন ঘুরতে বের হয়। এ সময় বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেলে উল্টে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ হন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজদের সন্ধানে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনার প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content