প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১৮:৪৪ প্রিন্ট সংস্করণ
মো আবীর হাসান, সাভার উপজেলা প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ৩৩৩৪ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন আব্দুর রশিদ জিতু।
ফলাফল ঘোষণার সাথে সাথেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। জিতুর সমর্থকরা শ্লোগান, মিছিল ও ফুল দিয়ে তাকে বরণ করে নেন। বিপুল ব্যবধানে জিতুর জয়কে শিক্ষার্থীরা তাদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।
নির্বাচন পর্যবেক্ষণকারী শিক্ষক ও কর্মকর্তারা জানান, এবারের নির্বাচন ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের অংশগ্রহণও ছিল উৎসাহব্যঞ্জক।
বিজয়ের পর আব্দুর রশিদ জিতু সাংবাদিকদের বলেন, “এই বিজয় শিক্ষার্থীদের বিজয়। তারা যে আস্থা ও ভালোবাসা আমাকে দিয়েছে, তার মর্যাদা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণ ও অধিকার আদায়ের প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে আমি সর্বদা কাজ করে যাব।”
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাকসু আবারো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বিভিন্ন দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
জাবির শিক্ষার্থীদের জন্য এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আর ভিপি পদে আব্দুর রশিদ জিতুর জয় সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে।