প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২১:১১ প্রিন্ট সংস্করণ
মুক্তকথন ডেস্ক : রোববার বিকেল ৫টা ১১ মিনিটে ভারতের আসামের ঢেকিয়াজুলিতে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি মাটির খুব গভীরে না হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পন ছিল।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরবর্তী ছোট aftershock বা কেঁপে ওঠা ঘটতে পারে, তাই সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।