মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মদন উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভার সূচনা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যা করেন যুবদল নেতা হারুন রশিদ।
সভায় আরও বক্তব্য রাখেন—
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান সিমন
জেলা যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক মোবারক হোসেন
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাকের খান
জোসেফ আহম্মেদ ভূটো, কে জামাল, মানিক মেম্বার, সোহেল রানা
কাইটাইল, চাঁনগাঁও, মদন, গোবিন্দশ্রী, মাঘান, তিয়শ্রী, নায়েকপুর ও ফতেপুর ইউনিয়নের যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ
এবং অন্যান্য যুবনেতৃবৃন্দ
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে এবং দলীয় বিজয় নিশ্চিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যা দলের সুনাম ক্ষুণ্ন করতে পারে। যে অন্যায় করবে, তার দায়ভার কেউ নেবে না।”
বক্তৃতার শেষাংশে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে সবার দোয়া চান। একই সঙ্গে সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নামাজ পড়ার আহ্বান জানান।