সারাদেশ

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদহ উদ্ধার 

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৩:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃ মনির মন্ডল, সাভার উপজেলা প্রতিনিধি: আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর হা-মীম গ্রুপের ৩নং গেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- স্বামী রুবেল আহমেদ (৩৫) ও তার স্ত্রী সোনিয়া (২৮) এবং তাদের কন্যাসন্তান জামিলা (৬)। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সকাল থেকে তারা কেউ তাদের রুমের দরজা খুলেনি। পরে বিকেলে পার্শ্ববর্তী রুমের এক ভাড়াটিয়া ওই রুমের জানালা দিয়ে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তিনজনের লাশ দেখতে পান। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন,আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পক্রিয়া চলছে।

Authors

আরও খবর

Sponsered content