প্রশাসন

মদন থানার আয়োজনে ৮নং ফতেপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন থানার উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব রহিস উদ্দিন তালুকদার। সভার সভাপতিত্ব করেন ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সামিউল হায়দার শফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রোমান আহমেদ।

আলোচনার মূল বিষয়বস্তু

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক সমস্যাগুলো নিরসনের জন্য নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল—

বাল্যবিবাহ প্রতিরোধ

মাদকবিরোধী প্রচারণা ও প্রতিরোধ

নারী ও শিশু নির্যাতন রোধ

পানিতে ডুবে মৃত্যুরোধে সচেতনতা

জমি-সংক্রান্ত বিরোধ নিরসন

চুরি, ছিনতাই ও দখলবাজি প্রতিরোধ

শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ইভটিজিং দমন

মাদক কারবারি ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ

স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা একে একে বক্তব্য প্রদান করেন। বক্তারা উল্লেখ করেন, মাদক, জুয়া ও ইভটিজিং সমাজে মারাত্মক প্রভাব ফেলছে। যুব সমাজকে এসব থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

পুলিশের দিকনির্দেশনা

নবাগত ওসি মোঃ শাহ আলম তালুকদার তার বক্তব্যে বলেন— “পুলিশ একা কোনো অপরাধ দমন করতে পারে না, জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদক, জুয়া, নারী নির্যাতনসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে। তবে অপরাধীদের পক্ষে কেউ সুপারিশ করলে বা সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি সকলকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

সভায় মদন থানার এসআই কামাল, এসআই তারা মিয়া, রফিক মিয়াসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিদের বক্তব্য

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি বলেন— “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকে, তবে যেকোনো অপরাধ সহজেই দমন করা সম্ভব।”

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা বলেন, এলাকায় মাদক, জুয়া ও জমি-সংক্রান্ত বিরোধ ক্রমশ বাড়ছে। এসব প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি সামাজিক ঐক্যও জরুরি।

স্থানীয় স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক সমস্যার সমাধান করতে হলে পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।

স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ

সভায় অংশগ্রহণকারী স্থানীয় জনসাধারণও খোলামেলা আলোচনা করেন। তারা পুলিশের কাছে এলাকায় অপরাধ দমনের পাশাপাশি জমি দখল, ইভটিজিং, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে নবাগত ওসি ও অন্যান্য কর্মকর্তারা নির্দেশনা দেন যাতে তারা অপরাধ দমন ও প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

দীর্ঘ আলোচনার পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সবাই অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

মদন থানার এই উদ্যোগকে উপস্থিত জনসাধারণ স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এ ধরনের সভা নিয়মিত করার আহ্বান জানানো হয়।

Author

আরও খবর

Sponsered content