আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সামাজিক অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধ করা সম্ভব।”
সভায় সিভিল সার্জন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণে সিদ্ধান্ত গৃহীত হয়।