ধর্ম

ময়মনসিংহে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৫:৪৫ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা শুকানোর পর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ। একই সঙ্গে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ।

কারিগররা জানান, এবছর মাটি, খড়, বাঁশসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন মহাজনরা। অন্যদিকে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে হতাশ তারা।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুম খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আকাশে সাদা মেঘ আর কাশবন ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে দুর্গোৎসবের আগমন বার্তা। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর ময়মনসিংহ জেলার ৭৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

Authors

আরও খবর

Sponsered content