সাধীন আলম হোসেন, জেলা প্রতিনিধি, নাটোর: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাসের সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার) ১৬ই সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কিষোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব হাসিবুল হাসান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জনাব পবিত্র কুমার, সমাজসেবা কর্মকর্তা জনাব সুমন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, শফিকুল ইসলাম বুলবুল-সাবেক সাংগঠনিক সম্পাদক নলডাঙ্গা উপজেলা বিএনপি; মোঃ আব্দুর রব-সভাপতি নলডাঙ্গা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী; নলডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। আরও উপস্থিত ছিলেন মতিউর রহমান উপজেলা যুগ্ন সমন্বয়কারী জাতীয় নাগরিক কমিটি(এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আশিকুর রহমান সহ জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সুধী সমাজের ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নতুন ইউএনওকে নলডাঙ্গায় স্বাগত জানান এবং এলাকার উন্নয়ন, সেবা ও নাগরিক সমস্যা সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবযোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাস সকলের সহযোগিতা কামনা করে নলডাঙ্গাকে একটি আধুনিক ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।