সন্ত্রাস

ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার দুই নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৯:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফাজ্জল হোসেন হত্যা মামলার দুই প্রধান আসামি গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে মডেল থানা পুলিশ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জামিরদিয়া ধানিখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, তারা একটি বাসায় আত্মগোপনে ছিলেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানিয়েছেন, সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ভালুকা উপজেলার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলার ঘটনায় তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় ২৪৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Authors

আরও খবর

Sponsered content