আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ভোররাতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত ও একজন প্রবাসী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারি কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি ইউ-টার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।
জানা গেছে, গাড়িটিতে থাকা আহত যাত্রী একজন প্রবাসী, যিনি বিদেশ থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
ভালুকা মডেল থানার ওসি জানান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত চালকের মরদেহ এবং দুর্ঘটনায় জড়িত গাড়ি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।