দুর্ঘটনা

ভালুকায় বাস-লরি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ১২

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০১:২৮ প্রিন্ট সংস্করণ

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরাপাড়া এলাকায় শ্রমিকবাহী বাস ও মিনি লরির সংঘর্ষে ছোটন কুমার দেব (৪৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন কুমার দেব ফুলবাড়িয়া উপজেলার দাবগ্রামের সচিন চন্দ্র দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিকবাহী বাস ভালুকার দিকে আসার পথে একইগামী পল্লী বিদ্যুৎ-এর খুঁটি বোঝাই একটি মিনি লরির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায় এবং মিনি লরিটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছোটন কুমার দেবকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Authors

আরও খবর

Sponsered content