অভিযান

সাভারে ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:১০:৩৩ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি: সাভারে বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে ছিনতাই চক্রের সদস্য আব্দুস সালাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আটককৃত আসামিকে আদালতে প্রেরণ করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌণে ১০টার দিকে সাভারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সে,ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা এলাকার রাজনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উক্ত ছিনতাইকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আরও খবর

Sponsered content