প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:২২:৩৬ প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা রনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে আরাফ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আরাফ হোসেন আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে হঠাৎ করে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২ টায় এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ভাটরা ইউপি পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুল জানান,দক্ষিণ ভাটরার ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ আরাফ হোসেন মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে সংবাদ পেয়েছি। হঠাৎ মৃত্যুবরণ করার কারণে এলাকায় শোকের ছায়া বইছে।