প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ২:১১:২২ প্রিন্ট সংস্করণ
আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আজ দুপুর ১:৩০ মিনিটে পারকি সমুদ্র সৈকতে পাড়ে হঠাৎ একটু বোট নিয়ে ৩১ জন রোহিঙ্গা কে আটক করেছে নৌবাহিনীর সদস্য। তাদের মধ্যে ১৭ জন শিশু,৮ মহিলা,৭ জন পুরুষ। পারকি সমুদ্র সৈকতে পাড়ে নৌকা থেকে নেমে পড়ার ঘটনা ঘটেছে।
কিছু স্থানীয় এলাকার বাসিন্দারা। তাদের দেখতে পেয়ে ঘটনা স্থলে আসলে রোহিঙ্গা সদস্যরা জানায়। তারা ঘুরেতে এসেছেন ধীরে ধীরে খবর টি লোকালয়ে চড়িয়ে পরলে।
তাদের দেখতে ভীড় জমে।কিন্তু ঘটনাটি বেশ কয়েক দিন আগেও ঘটেছে। এ ভাবে রোহিঙ্গা আরো কয়েক বার টি বোট নিয়ে এসে নামাতে চেষ্টা করলে। লোক জন দেখে পেয়ে।তারা বোট কে সমুদ্র মাঝে নিয়ে যায়।
পরে আজ দুপুর ১২ টার দিকে। সুযোগ বোঝে একটি বোট নিয়ে নদী কিনার ঘেষে দাড়ায়। বোট চালাক তাদের নামিয়ে দিয়ে চলে যান বলে জানান।
এ ঘটনার জানতে পারা যায় স্থানীদের নিকট থেকে ।তারা বলেন নিজে থেকে পারকি সমুদ্র সৈকতে পাড়ে নেমে পড়ে। এদেখি কর্ণফুলী টানেলে দায়িত্ব পালন করে সী সাইডে ২ জন আনসার ব্যাটালিয়ন। তাদের দেখে বাংলাদেশ নৌ-বাহিনী দপ্তরে খবরটি পৌছায় দেন।সেই সূত্রে জানা যায়। রোহিঙ্গারা সাগরপথে এসে চট্টগ্রাম পারকি সমুদ্র সৈকতে পাড়ে নেমে তৎক্ষানিক খবর পাওয়ার সাথে লেফটেন্যান্ট কমোডর মাহবুব সাহের ঘটনাস্থলে হাজির হন।এবং তিনি তাদের আটক করে। একটি নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা সিদ্ধান্ত নেন। তাদের সাথে থাকা জিনিস পত্র সহ খাবার ব্যবস্থা করেন দেন তিনি।
এর পাশা পাশি কর্ণফুলী ভারপ্রাপ্ত অফিসারের সাথে যোগাযোগ করেন তাদের কে অবগত করেন বিষয়টি।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বৃন্দগন।
রাত ১০টার সময় বাংলাদেশ নৌ-বাহীনির লেফটেন্যান্ট মো রানার তত্ত্বাবধানে থানা আসার আগ পযন্ত। তাদের নৌ-বাহীনির হেফাজতে রাখেন।বতর্মান কোন সাংবাদিক কে নিরাপদ স্থানে যেতে দেওয়া না হলে।
পরবর্তীতে তাদের নৌবাহিনীর ২৫ একর ভবনের অস্থায়ী ভাবে নেন।
লেফটেন্যান্ট রানা সাহেব জানান যদি কর্ণফুলী ডিউটি অফিসার গন আসে তাদের কে? থানার সহযোগিতার জন্যে হস্তান্তর করা হবে।
এ বিষয় নিয়ে থানার উপরস্থ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে। তারা আসতেচেন বলে জানান। সব কিছু ঠিক ঠাক থাকলে বিষয় নিয়ে তাদের পরবর্তী থানা তদন্ত ভার গ্রহণ করবে বলেন।