উৎসব অনুৃষ্ঠান

আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন জোরদার করার লক্ষ্যে দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১:৩৯:২৫ প্রিন্ট সংস্করণ

মো.মেহেদি হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: ‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর-২০২৫) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সব সময় সকল জাতি, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করে চলেছে। আমরা জানি যে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব শুরু হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ মহিলা পরিষদ শারদীয় দূর্গোৎসব প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার আহবান জানানোর লক্ষ্যেই আজকের এই মানবন্ধন।

একটি বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও মজবুত করার আহবান জানিয়ে বক্তারা আরও বলেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি স্বাধীনভাবে এবং আনন্দঘন পরিবেশে আবহমানকাল থেকেই পালন করে আসছে। আগামীতেও যেন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে এ ব্যাপারে আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন, তরুণী সদস্য লতা, ডলি, জবা, বাসকে, মোছাঃ নাসিমা, মিনতি সরকারসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।

Author

আরও খবর

Sponsered content