মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত আধুনিক ভবনে "কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ" এর এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।। ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন উপলক্ষে কলেজের মিলনায়তন কক্ষে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রাসেল সরকার। কলেজ ইনচার্জ প্রভাষক ইমরান হোসেন ও ট্রেজারার ও পরিচালক রুমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার। কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আরিফ পাঠান কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দিকনির্দেশনা মূলক উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দূর্ণীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি নরসিংদী ন্যাশনাল কলেজের পরিচালক ফোরকান মিয়া, অবসর প্রাপ্ত শিক্ষক কুতুবউদ্দিন ও আব্দুস সামাদ সরকার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সিনিয়র নির্বাহী সদস্য ও দৈনিক রুপালি বাংলাদেশ এর কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীম।
সবশেষে কলেজের নবীন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।