বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অস্থায়ী,ক্লাব আয়োজিত কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সদস্যদের অভিযোগ আনা হয় যে,চলমান সভাপতি মোবারক হোসেন সাধারণ সম্পাদককে বহিষ্কারের নামে জাল স্বাক্ষর ব্যবহার করেছেন ও সদস্যদের মিথ্যে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়েছেন এবং ক্লাবের অফিসিয়াল প্যাডের পরিবর্তে ভুয়া প্যাড ব্যবহার করে অপমানজনক নোটিশ প্রকাশ করেছেন।
এছাড়া সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারসহ তার স্বেচ্ছাচারিতার নানা প্রমাণ সভায় উপস্থাপিত হয়।
এই ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় যে তিনি পূর্বের মতোই সাধারণ সম্পাদক পদে বহাল আছেন এবং থাকবেন।
উক্ত সভাটি পরিচালনা করেন সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ ফকির এবং সহ সম্পাদক সাংবাদিক মোঃ নাহিদুল ইসলাম।
এছাড়া সভায় বিশেষভাবে উপস্থিত কথাসাহিত্য ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন সুজন।এ আলোচনায় মতামত প্রদান করেন—
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর উপজেলা সভাপতি মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
এস টিভির বিশেষ প্রতিনিধি নাঈম হাসান,
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম,
প্রচার সম্পাদক রফিকুল ইসলাম,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ হাসান সিয়াম,
ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন,
কার্যনির্বাহী সদস্য আতিকুল ইসলাম পরান, মোঃ মিন্টু মিয়া, শাকিল মিয়া, হেনা,
মহিলা বিষয়ক সম্পাদিকা মাসুম সরকার,
পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল আবিদ,
এবং সাবেক সদস্য বাদল আহমেদ ও শাহাদাত হোসেন।
তারা সবাই আলোচনায় অংশ নিয়ে সভাপতি মোবারক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্তে একমত পোষণ করেন তাকে সদস্য পদে বহাল রাখার প্রস্তাব করা হয়।
এবং শূন্য হওয়া সভাপতি পদে নতুন করে নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সকল সদস্যরা মতামত প্রদান করেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের জবাব দিতে হবে। অন্যথায় তার সদস্যপদও বাতিল করা হবে।
এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।