উৎসব অনুৃষ্ঠান

সরকারি কে এম এইচ কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিলেন ছাত্রদল

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ১:২৬:৩২ প্রিন্ট সংস্করণ

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি: কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজের নবাগত ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর উপজেলা, পৌর ও সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ শাখার নেতৃবৃন্দ।

(১৫ সেপ্টেম্বর) সোমবার সকালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ ক্যাম্পাসে ফুল,কলম ও শিক্ষা উপকরণ তুলে দেন শিক্ষার্থীদের হাতে ছাত্র দলের নেতৃবৃন্দ।

সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে আগামীর সম্প্রদায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ছাত্রদের আহ্বায়ক নাছির উদ্দীন লিওন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা,পৌর ছাত্র দলের আহ্বায়ক সানজিদ আহমেদ নিশু, সদস্য সচিব ফজলে রাব্বি, কলেজ ছাত্র দলের ইমন,সাগর আহমেদ, নিপুণ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content