আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের পতিতাপল্লীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা মদ জব্দ করা হয়েছে। এ সময় কোনো অভিযুক্তকে আটক করা হয়েছে কি না সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ওসি শিবিরুল ইসলাম আরও বলেন, মাদকবিরোধী এ অভিযান নিয়মিত চলবে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদক নির্মূলে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।