হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন ফায়াজ, পীরগঞ্জ-রানিশংকেল এসপি সার্কেল হাই সরকার, পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক রামকৃষ্ণ রায় প্রমুখ।
এসময় উপজেলার ১২০ টি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও পূজারীরা উপস্থিত ছিলেন।