কনফারেন্স

দিনাজপুর চেম্বারের আয়োজনে ধূমপান ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৮:৩৪ প্রিন্ট সংস্করণ

মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ ১৮ সেপ্টেম্বর-২০২৫ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবনের চতুর্থ তলা মিলনায়তনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক ব্যবসায়ীবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাছির উল্লাহ।

সভায় বক্তারা বলেন, কোন মাদকই দেশে উৎপাদন হয় না। সব বাইরে থেকে আসে। মাদকের উৎস বন্ধ করতে হবে। সীমান্তে দায়িত্ব পালনকারীদের আরো সতর্ক হতে হবে।
শুধু আইন থাকলে হবে না। সবাইকে আইন মানতে হবে ও আইনের প্রয়োগ থাকতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি আরো বেশী যত্নবান হতে হবে।

তারা আরো বলেন, মাদক আমাদের একক কোন সমস্যা নয়। এটি একটি সামাজিক সমস্যা। সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সবাইকে সচেতন হতে হবে। তাই সঙ্ঘবদ্ধ ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে মাদক নিয়ন্ত্রন সম্ভব।

স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল।

দিনাজপুর চেম্বারের সহ-সভাপতি মোঃ শামীম কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আকবর হোসেন ওরেন্স,দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের আহবায়ক মোঃ আক্তার আজিজ,
নিমনগর- বালুবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, রাজবাড়ী মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোঃ হেলাল ইসলাম প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন,সুজাউর রব চৌধুরী সুজা, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের চেম্বারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় দিনাজপুর চেম্বারের সকল পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, দিনাজপুর চাউলকল মালিক গ্রুপ, ট্রাক মালিক গ্রুপ, দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ধুমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের ক্ষতিকর দিক এবং আইনের বিধিবিধান সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

Author

আরও খবর

Sponsered content