অনুসন্ধান

রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০মামলার আসামী মাদকসম্রাট কালু গ্রেপ্তার

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ

মাসুদ রানা রনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ ২০টি মাদক মামলার আসামী বহুল আলোচিত মাদক সম্রাট হাবিবুর রহমান কালুকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সোনাপুর গ্রামের আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে রামগঞ্জ থানার একদল চৌকষ পুলিশ এই বিশেষ অভিযানে অংশগ্রহণ করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এএসআই আনোয়ার হোসেন জানান, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারীর নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা গোপনে খবর পাই ২০টি মাদক মামলার পলাতক আসমি মাদকসম্রাট হাবিবুর রহমান কালু তার সোনাপুরের নিজ বাড়িতে আত্মগোপনে আছে। এ সময় কৌশল অবলম্বন করে তাকে আটক করতে সমর্থ হই। তার নামে রামগঞ্জ সহ বিভিন্ন থানায় ২০ টি মাদক মামলা রয়েছে। কালু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।
আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Author

আরও খবর

Sponsered content