জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৫ইং বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন হলরুমে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর র্যাব-১৫ এবং টেকনাফ র্যাব এবং ২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল টেকনাফের সাবরাং ইউপির সুইচ গেইট এলাকার কেওড়া বাগানের অভ্যন্তর বাগানের দিয়ে মাদকের একটি চালান গ্রহণের জন্য কিছু ব্যক্তি অবস্থানের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ৩লাখ ৪০হাজার পিস ইয়াবাসহ মায়ানমারের মন্ডু খারাংখালী গ্রামের মোঃ ওসমানের পুত্র মোঃ ওমর সিদ্দিক (২৮) কে গ্রেফতার করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) জানান, যৌথ অভিযানে বিপূল পরিমাণ ইয়াবাসহ আটক মাদক কারবারীকে থানায় সোর্পদ করা হয়েছে। ###