রাজনীতি

পাইকগাছায় বিএনপি নেতার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৮:২২:০৭ প্রিন্ট সংস্করণ

এম জালাল উদ্দীন, পাইকগাছা উপজেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঁকা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির খুলনা জেলার টিম প্রধান এবং খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

পথসভায় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন, আক্তার হোসেন, শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, এসএম শাহাবুদ্দিন, জামাল ফারুক, লিটন আহমেদ, শফিকুল সানা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জনগণকে একত্রিত করতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে। এছাড়াও আগামী বহিরাগত প্রার্থীকে না দেওয়ার জোর দাবি জানানো হয়।

Authors

আরও খবর

Sponsered content